শ্রাবণ সৌরভ-এর কবিতা
স্বরবর্ণ
মৃত্যুর আগে আমাদের আরো একবার আত্মহত্যার কথা ছিলো,
যেহেতু আমরা নক্ষত্র দেখতে ভালোবাসতাম!
আমরা কোন জঙ্গলে যেতে পারিনি,
আমাদের শিকার করেছিলো শহর__
চতুর কচ্ছপের যাপন দেখে দেখে কেটে যেতো দিন।
পানশালা ও প্রার্থনালয়কে এক মনে করতাম পরস্পরের ভেতর,
নিজেকেই দ্বিত্ব ভেবে__
মহামারী দহনের পশমে ঢেকে পার করতাম তেরো কোটি শীত!
সূর্যের দিন
সব স্বপ্ন জমিয়ে একদিন পাথরকে বললাম,
তুমি গোলাপ__ হেসে ওঠো;
সে উড়ে চলে গেল!
সেতুর সবগুলো পিলার গেঁথে বললে,
নদী ব্যথা পাও?
ঈর্ষা আর অবহেলার মাঝখানে পার্থক্য কেবল সেইসব জলের নীরবতা!
তোমাকে স্বপ্নে দেখার রোগ ভালো হওয়ার পর থেকে আমি অসুস্থ___
কালো কালো ফুল নিয়ে এ শরীর আমার কৃষ্ণচূড়া গাছ।
জানতে চেয়েছি শিরার কাছে,
শরীর আর রক্তের মতো এমন ভালোবাসা আর হয়?

পরিচিতি : আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে এক ল’ফার্মে কর্মরত। জন্ম ঢাকার মিরপুরে। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শঙ্খবলয়’।
Posted in: Poetry, September 2019