সুকুমার চৌধুরী’র কবিতা
যুদ্ধ
হঠাৎ করে এই যে নেমে এলো বিপর্যয়
সত্যি করে বলতে কি এর কোন পূর্বাভাষ
টের পাইনি কিন্তু ঘুণাক্ষরেও। বিপর্যয়
বুঝি এমনিই আসে। আচমকা। অনেকটা
মৃত্যুর মতো। চুপিসারে।
সবাইকে বলি শান্ত হও। ধৈর্য ধরো।
কোন অবস্থায় চিরস্থায়ী নয়। এই
দুর্দিনও একসময় কেটে যাবে।
হতাশ হয়ো না।
সামনা করো। এই যুদ্ধ তোমাকে সাহস দেবে।
তোমার আত্মবিশ্বাস বাড়াবে।
Facebook Comments
Posted in: April 2020, Poetry