নাজিবুর রহমান মল্লিক-র কবিতা
অণুচক্রিকা সূর্য
নাজিবুর রহমান মল্লিক
রুদ্ধ হবে গতিবেগ তার-
সন্ধ্যামালতী থেকে সবুজ দোপাটির হাত ধরে,
থমকে যাবে একমুঠো পৃথিবী;
গোলাপের হাত ধরে।
দিল্লি-আগ্ৰা-চেন্নাইয়ের পথে পথে
অথবা কলেজ স্ট্রিটের অলিতে গলিতে
জেগে উঠবে একরাশ উচ্ছ্বাস!
স্বতঃস্ফূর্ততার।
মানভূম-সিংভূম এর পথে পথে
পামীরের ছাদের মতো স্পর্ধায়।
ছাতার পাখির ডাক শুনবে
শারদীয় প্রভাতে,
একগুচ্ছ টিউলিপ ফুল।
গডউইন অস্টিন থেকে কান পেতে
কাশ্নীর থেকে কন্যাকুমারীর পথে পথে।
অরুণাচলের আকাশে উদিত হবে অণুচক্রিকা সূর্য,
ফিশ টেলের বুক চিরে।
কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস-
ফুটবে না আর;
সুন্দরীর চরে।
সভ্যতার মানবতীরে উন্মোচিত হবে
ধমনীর শরীর ঘেঁষে,
রাশি রাশি অণুচক্রিকা।
হায়! ভোলা মহেশ্বর,
ত্রিলোচন উন্মুক্ত করো তব-
খোল দ্বার,
পট্টিবদ্ধ ভারতমাতৃকার।
Posted in: October 2020 - Cover Story, POETRY