শৌভিক দত্ত-র কবিতা
নবান্ন
তরকারি কুটতে কুটতে
প্রসাধন ফেলে আসা হেমন্তের কথা
তোমায় আগেও বলেছি।
গা ভর্তি গয়না নিয়ে
পাঁকে নেমে যাওয়া মেয়েটি
উনুনে অভ্যস্ত হওয়ার এই তো সময়
চিরুনির দানায় দানায়
উৎসব গড়িয়ে পড়ছে
বোবাশব্দে ভেসে আসছে কীর্তনের সুর
আমাদের সমস্ত ভাষণে
মাড়ের গন্ধ
দুধভর্তি গাড়ির চলে যাওয়া দেখি
দাওয়ায়
হিমের মাদুর পড়ে থাকে ……।।
ঋতুফসল
মেদবহুল গাছেদের কথা বলা হয় না
বলা হয় না ঝরা রপ্ত করা পাতাদের
পুরনো চাবির রহস্য
দাঁড় বাইতে বাইতে নৌকো ফুরিয়ে যায়
যেহেতু পথ
যেহেতু মরে যাওয়া আছে
ঘুমন্ত অঘ্রাণে
কাকতাড়ুয়ার দুদিকেই
জনহীন সাপের মত শুয়ে আছে জলাশয়
এই রংচটা শহরে
গোল হয়ে বসে আছে
হেমন্ত ফেলে আসা লোক
বিষণ্ণ কৌতুকের মতো
সাদাকালো অক্ষরের মাঠে
হেঁটে যায় শস্যপুতুল
ভাতগন্ধের উপুড়ঝুপুর
Related posts:
Posted in: November 2021 - Cover Story, POETRY